ধৃতিরূপা দাস

 





'দ' এ দেশ, 'দ' এ দাফন

মরতে পারছিল না দেশ। কবি ফিরলে কথা সেরে তবে, অলৌকিক চোখ খোলা, মরেছিল বেড়ালের দেহে।

কবি তো লেখেন থৈ! থৈ থৈ কবরের সিদ্ধান্তও! বাকি দায় রোদ নিক? দায়ী নুন,বসুধারা চিহ্নে যোনি। 

তারাই হাঁচড়ে কেঁখে তুলেছে মাটি, কী কোমল ঝরিয়েছে বীজপাখা--- একাসনে!

পাখার না উড়ে যাওয়া--- রামপ্রসাদের ঘরে ঘরে
কন্যা সন্তান





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য