সুদীপ চক্রবর্তী





 সত‍্যাগ্রহ

                  
কুসুম পরিবার থেকে ফিরে এসে আর কি করবে বৃন্তী।তুমুল ভালবাসা পার হওয়া সেও এক অনন‍্য অনুভব।
তুমি তারও পরে ফিরে এলে যেন জ‍্যোৎস্না সমাহত।
কী করবে প্রয়াত অসহ‍্য নিরাময় নিয়ে সারমেয় সময়ে,
এই বিদেশে স্বজনহীন পরিতাপ তুমি কাকেই বা বলবে?
কতরাত ঘুমহীন বৃন্তী এক স্বপ্নের স্বরলাপ দুয়ারে বাতাস 
এক দাবদাহ দিনে তুমি পাহাড় গলে নেমে আসছো কতকাল ধরে কত বসতি দেখলে উজাড় হয়ে যাওয়া 
যেন ফেরার টিকিট না হলেও উদ্বেগ থাকবে না
 এখন খুব একটা।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য