অমিত মজুমদার

 




 মাঝরাতের পর আর ঘুম আসেনি 




ইদানীং রাত বাড়লেই রামের দেখা পেয়ে যাই 
হাতে তীর-ধনুক আর বুকপকেটে অগ্নিপরীক্ষার প্রশ্নপত্র নিয়ে 
তিনি ঢুলতে ঢুলতে হেঁটে যান। 

গতরাতেও তাঁকে দেখলাম। এদিন মুখে বড় চিন্তার ছাপ ছিলো 
পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে 
সিরয়াস অভিভাবকদের মুখের ভাব অনেকটা সেরকমই হয়। 

জানি না সীতা গতরাতেই পরীক্ষায় বসেছে কিনা 
মাঝরাত থেকে চিন্তায় চিন্তায় আর একফালি ঘুম আসেনি। 

এখনও শেয়ার মার্কেট খুলে বসে আছি 
যদি পরীক্ষার সামান্যতম কোনো উত্থানপতন পাওয়া যায়। 

সীতা পাশ করতে না পারলেই অযোধ্যাকাণ্ডের পতন অবশ্যম্ভাবী। 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য