কুশল মৈত্র
খোঁজ
সমস্ত শহর জেগে সন্ন্যাসী গাছটি ইতিহাস খুঁজে চলেছে। অথচ হাজার হাজার বছরের চড়াই-উতরাই লালনজীবনখানি একাকিত্বে বাতিস্তম্ভে ভাসিয়ে দিয়েছে আলোছায়া নির্লিপ্ত স্বপ্নের ধূসর পথে। রং তুলির ক্যানভাসে অনিশ্চয়তার রোদ বিকেলকে আলিঙ্গন করে; স্বপ্ন দেখায় ভালোবাসার। পাশাপাশি মোহময় আলো চুরি করে নেয় উষ্ণতা। সাদা থানখানি ঢেকে দিয়েছে সমস্ত আকাশটাকে। সেখানে বিষাদময় শূন্যতা জেগে রয়েছে একাকী... রামধনু বিলীন, ব্যথারা সংলাপহীন— পলাতক সময় ম্যাজিক শিকড়সন্ধানে খসে পড়েছে উল্কাপাতে দূরে বহুদূরে...
বাহ্ খুব ভালো লাগলো।# বর্ণালী।
উত্তরমুছুনভালো লেগেছে কুশল।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য