তানিয়া ব্যানার্জী
গাছ ও রাস্তা
বুড়ো অশ্বত্থ আর শৈশব গুলে খাচ্ছে দু'দিনের ছেলে।
মাথার ভেতর বৃদ্ধ ছায়ায় আচ্ছন্ন চারা।
সদ্য পাশ করা সিভিল ইঞ্জিনিয়ারের চোখে যত খতিয়ান,
পোস্তা ব্রিজ, উল্টোডাঙা সেতু..
নতুন প্ল্যানে নেই পুরোনো ছক,বদলে কিছু নতুন..
হামা দেওয়ার আগেই দরজায় ঝুলছে নতুন নোটিশ,
এবার নাকি ক্লোরোফিলের রঙ লাল, শেকড় বাকড় ছড়াবে অনলাইনে।
ট্রুথ ব্রাশের বদলে হায় তোলে ছা-
' তোমায় কতকাল দেখিনি বৃক্ষরাজ,
এবার বরং ঘুমোই!
আামার ওদেশ জুড়ে কেবল নির্ভেজাল একগলা তুমি '
ভালো লাগল
উত্তরমুছুন