অলোক বিশ্বাস
রোমাঞ্চের মুখ
মনে করো এ দেখা প্রথম, মনে করো এই দেখা
হঠাৎ হাতের স্পর্শে সেতারের ঝঙ্কারের মতো
মনে করো নান্নিমুন্নি তখনো আসেনি
মনে করো লোডশেডিং শুধু আলিঙ্গন।
চাঁদের গায়ে যে দাগ সৌন্দর্যের ছায়া নয়
শুধু দাগ আগে তা বুঝিনি।
হেঁসেলের বাইরে এস, আজ দেখব রোমাঞ্চের মুখ।
অল্টার ইগো
আপনার সাথে আমার প্রথম দেখা ব্রিগেডে। আপনার সাইডব্যাগ আর আমারটা ঠিক একই রকমের দেখতে ছিল। দুজনের ব্যাগে মেহনতী মানুষের মুখপাত্র একই দৈনিকী ছিল। ধামাকা শেষ হলে আমি নদীয়ার দিকে প্রবাহিত হয়েছিলাম আর আপনি বাঁকুড়ার দিকে। একবার কেন্দ্র সরকারের কালা কানুন ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একই জনসভায় বক্তৃতা করেছিলাম। আরেকবার পুরুলিয়ার এক শনি মন্দিরে হঠাৎ দেখা হওয়ায় দুজনেই খুব লজ্জা পেয়েছিলাম। আমরা পৃথিবীর গোল পেটের ভিতরে নিজ নিজ স্থানে স্বমহিমায় বিরাজ করছি। এই বৃদ্ধ বয়সে আর জায়গা বদল করার প্রশ্নই ওঠে না।
স্যার রোমাঞ্চের মুখ খুব ভালো লাগলো। # বর্ণালী।
উত্তরমুছুনদুটি কবিতাই সুন্দর। চমৎকার বুনন।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
প্রথম কবিতাটা ❤
উত্তরমুছুন