পৃথা চট্টোপাধ্যায়
সম্পর্কের আঁশ
কিছু বাড়ির ভিতরে গেলে কেমন একটা গুমোট হাওয়া, আঁশটে গন্ধ। সেখানে কি মাছ আছে ? আছে কোনো লুকানো পুকুর ? ঘর-দোর ফাঁকা, জনহীন। তবু এক নীরব দুপুর উঁকি দেয় মাছের চোখের মত। কিছু সম্পর্কের মাঝে জেগে থাকে বিকট তক্ষক, ভালোবাসা মরে যায় অস্পষ্টতা রেখে । সেখানে বাতাসে ভাসে মাছেদের আঁশ
২
ঘুম আসে চরম ক্লান্তির। মুছে যায় বাইরের দৃশ্যপট, অন্য কিছু জেগে ওঠে ঘুমের ভিতর। আবছা আলোয় গাছপালা, ঘরবাড়ি অবিকল এক । খুব চেনা আশ্চর্য শহর! শৌখিন কাচ-ঘরে পোষা মাছ খেলা করে। বেহিসেবী ট্রেন চলে বে-লাইন। পাহাড়ি রাস্তার মত ওঠে-নামে। আচমকা তোলপাড় ঝড়...বৃষ্টি আসে প্রবল ধারায়। শহুরে হরিণী দেহ হরিণে হারায়
৩
আজকাল কেউ ভালোবেসে আপন হতে চাইলে ভয় করে। সম্পর্কের মত ভঙ্গুর আর কিছু নেই। ভালোবাসার উপর 'ফ্রাজাইল' শব্দ লিখে চিলেকোঠায় তুলে রাখা যায় না। গভীর জলের মাছে দ্বিধা থাকে, হাজারটা অছিলা। সত্যিকারের ভালোবাসার অন্য নাম অবগাহন। তাই বর্ষার নদী মানে দুরন্ত পদ্মা...কপিলা ...
গভীর জলের মাছে দ্বিধা থাকে, হাজার অছিলা। 'টা' অতিরিক্ত।
উত্তরমুছুনকী যে খুশি হলাম। 'টা' সংশোধন করবো অবশ্যই। ধন্যবাদ জানবেন। 🙏 আপনার নাম জানতে পারলাম না।
মুছুনঅছিলা'র সাথে কপিলা মেলাতে গিয়ে ভালো লেখা দুর্বল হল।
উত্তরমুছুনসত্যিই কিছুটা তাই স্বীকার করছি। অন্য কিছু ভাববো। আন্তরিক ধন্যবাদ জানবেন 🙏
মুছুন১ নম্বর খুব ভালো। পুকুর /দুপুর চোরা ছন্দ ভালো গেছে।
উত্তরমুছুনখুব আনন্দ পেলাম আপনার মতামত জেনে। শব্দ দুটির ব্যবহার অন্তত একজনও ধরতে পেরেছেন এবং বললেন আমি মুগ্ধ হলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। আপনার নাম জানতে পারলাম না।🙏🌹
মুছুনশৌখিন কাচ-ঘরে পোষা মাছ খেলা করে। বেহিসেবী ট্রেন চলে বে-লাইন। পাহাড়ি রাস্তার মত ওঠে-নামে। আচমকা তোলপাড় ঝড়...বৃষ্টি আসে প্রবল ধারায়। শহুরে হরিণী দেহ হরিণে হারায়
উত্তরমুছুন-- ২ নম্বরের এই অংশ খুব ভালো।
খুব আনন্দ পেলাম লেখাটি আপনার ভালো লেগেছে জেনে। আন্তরিক শুভেচ্ছা জানবেন। নাম জানলে খুশি হতাম। 🙏💙💚🧡
মুছুনআগের সংখ্যায় কিছু মন্তব্য ছিল, দেখুন না।
উত্তরমুছুনএবারে,
তিনটেতেই ' মাছ '!
কবিতাগুলো বেশ ভালো।
মাছের চোখ উঁকি দেয় ? তবে "অপলক " বোঝাতে মাছের চোখ ভাল লেগেছে, কারণ মাছের চোখে পাতা থাকে না, তাই প্রয়োগ অপূর্ব।
আন্তরিক ধন্যবাদ জানবেন। খুব খুশি হলাম। 🙏
মুছুনবাঃ, খুব সুন্দর কবিতা এবং খুব শিক্ষনীয় মন্তব্যগুলো।
উত্তরমুছুনতবে 'হাজারটা'র '-টা'--grammatically আবশ্যই ভুল,কিন্তু poetically তা নয় বোধহয়। '-টা' বক্তব্যটাকে অনেক বেশি
কথ্য এবং আটপৌরে করেছ। ইচ্ছাকৃতভাবে এমন ভুল-করার উদাহরণ আছে Shakespeare-এ। তাই
বদল করার আগে ভাববেন। তবে কবির
সিদ্ধান্তই চূড়ান্ত, মন্তব্যকারী বা সমালোচকের নয়।
আন্তরিক ধন্যবাদ জানবেন। খুব খুশি হলাম আপনার মতামত জেনে।🙏
মুছুনঅপূর্ব!
উত্তরমুছুনধন্যবাদ জানবেন। 🙏
মুছুন