কমলিকা দত্ত

 

 

ফ্লাইট মোড



ফলস খোঁপার ভিতরে একটি বসন্ত পুষে রেখেছি...

প্যালিনড্রোমিক হাওয়া--

ঘুম উড়ে গিয়ে ঝুলে  আছে সেই  ব্লাইন্ড লেনের  ক্লিভেজে

ফ্লাইট মোডে  হামাগুড়ি দেয়  ক্লু...

ন্যাড়াগাছে বসে পা দোলাচ্ছে অ্যালজোলামের অ্যালিবাই 

পয়েন্ট ফাইভ র‍্যাডার খুঁড়ছে হেটারোলজির প্যারাডক্স ...

আর  সিঁড়ি ভাঙা যাবে না 

বেরিয়ে পড়েছি লুসিফার 

যেতে যেতে এই চটিও হারিয়ে যাবে...

একটা  আস্ত শহর দাঁড়িয়ে বিজ্ঞাপনের পাশে, 

তখনও খুঁজবে একটি নিপুন গোল... 


মন্তব্যসমূহ

  1. "একটা আস্ত শহর দাঁড়িয়ে বিজ্ঞাপনের পাশে" - মনে ছাপ রেখে গেলো। বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে যাওয়ার নয় এ কবিতা। - অমিত চক্রবর্তী

    উত্তরমুছুন
  2. খুব ভালো লিখেছেন। নামটিও ভালো হয়েছে।
    -- রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য