মঞ্জরী গোস্বামী
স্বপ্ন নয়
প্রত্যেক স্বপ্নের ভেতর একটা নিঃসঙ্গ গাছ হয়ে তুমি দাঁড়িয়ে থাক
শরীর জুড়ে ব্যথা ব্যথা বাদামি আলো নিয়ে আমি রুগ্ন গল্পের মধুরেণ....
জাতিস্মর হাওয়া বয়...দুলে ওঠে দড়ির দোলনা, পেন্ডুলাম
নয়ানজুলির নীচে ডুবে আছে সাবেকি বারকোশ, দেশের বাড়ির জয়ঢাক
আড়ষ্ঠ জিভ ...."ওকে তোলো ওকে তোলো"
ঝুলবারান্দার গথিক শৈলী থেকে ঝরে পড়ে বিষণ্ণ স্তনভার...যৌনতার ইশারাধর্মিতা
নষ্ট ফ্রেমে কার চুলখোলা হাসি অহেতুক
পুরুষালি গন্ধ পেলে মাঝরাতে কলঘর হাজার বাতির বেলোয়ারি
অপূর্ব শব্দচয়ন, গভীর বেদনার আলো নিয়ে তৈরী এই কবিতা অপূর্ব
উত্তরমুছুনঅপূর্ব ব্যঞ্জনা। ভালো লাগলো।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
মঞ্জরীর কবিতা মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, অনেক দৃশ্যকল্প ভেসে আসে। ভাষা নিঙড়ে শব্দ তুলে আনে। অপূর্ব মায়া জড়িয়ে থাকে ওর লেখার পরতে পরতে।
উত্তরমুছুন