রবীন বসু
আজ যেন মরে যাই
পলাশ ফুটেছে খুব টাঁড়মাটি পুরুলিয়ায়
রঙের আগুন নিয়ে ফাল্গুন জ্বলেছে হেব্বি
শরীর উন্মন হল, কামনা জেগেছে তীব্র
সম্ভোগরাত্রি নিয়ে স্থির পৃথিবী তাকিয়ে আছে
ঝরে পড়ে নক্ষত্রের জল টুপটাপ গোঁসাইবাগানে
বোষ্টম-বোষ্টমী হাসে, সুধাঝরে চরাচরে
কুঞ্জবাটি খেলে প্রেম প্রাণ পায় মৃতবৎ পাখি
তারপর বিরহ এল, তারপর কলহান্তরিতা
কোথায় যে চলে গেল, সুনিপুণ রাগের মহিমা
এসো হে পৃথিবাসী, এসো তুমি কামনা-পলাশ
মহুল-চাদরে শুয়ে, আজ যেন মরে যাই
আজ যেন তৃপ্তি পাই ঘন।
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই
উত্তরমুছুনআহা কী আবেগ কম্পিত উচ্চারণ ভালো লাগল
উত্তরমুছুন