উপাসনা সরকার

 


প্রভেদ

 

মিথ্যে ভালোবাসা আর সত্যি ভালবাসায় পার্থক্য আছে খানিক

 একজনের আড়ম্বর বেশি

অন্যজন রিক্ত, দীন মানুষ

 দুজনেই ভাল

কেবল দুজনে আলাদা আলাদা ভাবে

আকাশ দ্যাখে

গান গায়

 দিনের শেষে সত্যি ভালোবাসাকে দেখলে মায়া হয়

সে বড় সৎ

সরল এবং বিশ্বাসী

 গরীব হলেও ভাত বেড়ে দেয় আমায়

আমি তাঁর দালানে গিয়ে কুকুরের মত বসি

 তাঁকে বোঝাতে চাই আমিও প্রভুভক্ত

আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে সে শান্ত করে দেয়

 কুঁকড়ে শুয়ে থাকি তাঁর ভাঙা মেঝেয়

 প্রগাঢ় ঘুম হয়

 

মন্তব্যসমূহ

  1. ভাল লাগল। দেবাশিস ঘোষ

    উত্তরমুছুন
  2. খুব ভালো লাগলো।
    👍❤️

    সুস্মিতা গোস্বামী সরকার

    উত্তরমুছুন
  3. বিমল গোস্বামী৫ জুন, ২০২৩ এ ৯:০৪ PM

    বেশ ভালো লাগলো। যদিও আমার মনে হয় ভালোবাসা একরকম। পাওয়াটা সৌভাগ্যের।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য