রূপক চট্টোপাধ্যায়

 




 শীতার্ত 


পাকা ধানের কথা ফুরিয়ে দিতেই 
শেষ পর্যন্ত শীত এলো। বিষন্ন বাবলা গাছ
পাঞ্জরে হলুদ রোদ মেখে ঠায় দাঁড়িয়ে রইলো
কাঁসাই খালের পাড়ে। ধূসর আনমনা।  

দুই হাত ছড়ানো নীল বালিশের ওপর রেখে 
সময় বসেছে তোমার রুক্ষতার আলোচনায়।
বোরোলিন গন্ধ মাখা শৈশব ভেঙে সাদা কালো
টিভির টপে এখন বিবিধ ঐন্দ্রজালিক মাকড়সা! 
আজ শীতলতম দিন। সম্পর্কের পিঠে তবুও
হাত বোলাচ্ছে মেহগনির বাতাস। প্রথম দেখার
আয়না পেতেছে দিঘী। হিমলিপিতে না ফোটা
অক্ষর গুলি আরও আর্ত আরো দীন এ আর্যাবর্তে। 




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য