সুতনু হালদার
নিসর্গের প্রুফ
(১৫)
মিরর ইমেজ থেকে তালুর সাইজ
কোথাও ঝড়ের বেগ কিছু সম্বিত
আধ-কানা চাঁদ এসে ভরসা জোগায়
সেদিনও বিকেল ছিল অবগুণ্ঠন
এও এক স্তব্ধকথা এক্তিয়ারের
বিমর্ষ সন্ধ্যা থেকে ডাউনলোডে
তুমিও তূণীর নিও আমি হব তূণ
ফ্যানের গামলা থেকে 69
মুঠোর ভেতর শ্বাসে শিরার লিরিক
নিখুঁত ভূমিক্ষয় দয়িতার কিক্
(১৬)
এসেছ হ্যাংলা করে ঝাউবীথি বন
দ্যাখোনি ব্রায়ের নীচে বিষুররেখা
এসেছ ফুলকা নিয়ে তবু মাছ নও
আমি তো সাঁতরে মরি গনগনে বুক
একশো বাষট্টির রবীন্দ্রনাথ
উঠোন পেরোনো রসে বীর শিহরন
অতীতের ধাতুজলে আঁকশি আঁকা
একমতি হাসিগুঁড়ো রাত্রিযাপন
পিঠোপিঠি চুলকাও ভয়েস রেকর্ড
কবিতার কার্নিশও প্যারাফিন খায়
খ্যাপার ঠোঁটের কোণে সন্ধ্যাতারা
নিখুঁত মন্ত্রপূত নির্ঝঞ্ঝাট
ভাবনাপ্রবাহ, অথবা আবর্ত।অন্যস্বর।
উত্তরমুছুনঅনন্য উচ্চারণ। আরো চাই - অমিত চক্রবর্তী
উত্তরমুছুনভালো লাগলো কবিতা। শব্দের নিরীক্ষা। "দয়িতার কিক্" এটা কানে লাগলো।
উত্তরমুছুন-- রাজদীপ ভট্টাচার্য