সায়ন্তনী হোড়


 


লিপিবদ্ধ কথা


একটা পেরিয়ে যাওয়া শৈবালতন্ত্রের মধ্যে
লুকানো থাকে বীজের অভিযোগ, বালির ধ্বংসলীলার স্বাক্ষর

এসবের বিরুদ্ধে চোখের কোণায় নৌকা ভাসাই
তারপর ধীরে ধীরে জটিলতা বাড়তে থাকে শব্দবন্ধের

বিকেলের সরলরেখায় অজস্র নষ্ট ফুলের
আত্মকথা লিপিবদ্ধ আছে
তাই আজকাল নীরবতা ঘেঁটে দেখলে
ধোঁয়াশে চিঠির পোড়া কথোপকথন বেরিয়ে আসে



    মৌনতা

চুপচাপ বসে থাকার মধ্যে ও পাখির কিচিরমিচির, শহরের ঘর্মাক্ত যানযট লেপ্টে থাকে

দূরত্বের সিগন্যালে আটকে যাওয়া কবিতাদের খুব যত্নে লালন করি,
ক্রমশ চৌচির বারান্দায় আলো ছড়িয়ে পড়ছে

আজকাল শামুকের মতো চরিত্রের গায়ে
ছিটিয়ে দিই একচিমটে করুণা
আর ছোঁয়াচে হয়ে উঠছে জোনাকির আলো...





                    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য