নূপুর গোস্বামী
পাঁচহাতি শাড়ি
মণীষার দোকানে টেলিফোনের পাশে হেঁটে চলি স্থুল ও মন্থর গতিতে- নাঃ সে ফোন আর আসে না।
কিন্তু মণীষা জোনাকি হাসি ছড়িয়ে সে কথাই বলেছিল।
মা ও সবসময়ই বলতেন এমন মেয়ে হবি
যেন মা লক্ষ্মীর পায়ের ছাপের সাথে তুই ও আলতা ঢালা একাত্মতায় উঠোনময় ঘুরেফিরে চলতে পারিস!!
সিন্ধু ও সরস্বতীর বদ্বীপে যে সভ্যতার বীজগুলি নিহিত ছিল
আমার সুন্দরী টিকলো নাকের দিদিমা আমার মাকে তার সবটাই
শিখিয়ে গিয়েছিলেন !
তাই গোল গোল রিলেশনে যাবো না। ফিলোসোফি তে ফেল করা নিয়ে ও
কাঁদবো না! পদ্মের মৃণালের মতো বহমান নদীতটে একাই দাঁড়িয়ে থাকব নিজের মুখোমুখি
আর সাতজন সহচরী মিলে মাথায় বিচিত্র বেণী বেঁধে অপলক চোখে
শুধু গানের রিহার্সাল করব!
কেবল-
যেটুকু বানানে ভুল হবে- তা শুধরে নেবো আপনার কাছে।
দারুণ! দারুণ! লিখেছেন। খুবই ভালো।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য