শুভঙ্কর চট্টোপাধ্যায়

 


 আপ্যায়ন 


একটু তুমি প্রগলভ, তা কী আর এমন দোষের!
এমন বিশেষণে কারণ পাইনি অসন্তোষের। 

শাসন কতো আদরে হয়, রোদ্দুর বৃষ্টিতে
বোঝার আগে ভালবাসা আসেইনি দৃষ্টিতে।

একটা কথা বলতে চেয়ে বলেছি এক লক্ষ
চুপ থেকেছে মিষ্টি হেসে আমার অপরপক্ষ। 

এক পৃথিবী লেখার জবাব সামান্য উত্তরে
কী করে দাও, শিখিয়ে দেবে বাকি জীবন ধরে?

আমার যত অস্থিরতা এক নিমেষে হাওয়া
গুনগুনিয়ে যখন শুরু করেছো গান গাওয়া।

শুধু কি গান, তখন তোমার পাগল করা ঠোঁটে
আপ্যায়নের চিহ্ন দেখি কুসুম হয়ে ফোটে।




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য