অঙ্গিরা দত্ত দন্ডপাট
পথ
এক
মৃত্যু আর জীবনের মাঝে ঠিক কতটা দূরত্ব? প্রতিটি ক্ষণে, জীবনের প্রতিটি উদযাপনে মৃত্যুর পানে ধেয়ে চলা। প্রতি মুহূর্তে একরাশ জীবনের সাথে একমুঠো মরণের অদ্ভুত সমাপতন। প্রেম তো মরণই, মরেই জেগে ওঠা, আর মিলন? সে তো জীবনের সর্বোচ্চ উদযাপনের পরে শবে ফিরে আসা...
দুই
জীবন-মৃত্যুর বেড়া ভাঙার নেশায় পথে বেরিয়ে পথের মায়ায় সহস্র জীবন পথে কাটানো, বারবার মৃত্যুর কাছে হার মানা, আবার জীবন পথে হাঁটার পুনরাবৃত্তি। পথের ধুলিকণার প্রেমে পথকেই আপনকরা, একটু একটু করে এগিয়ে চলা তোমার দিকে। পথে না বেরলে কি আর পথ পাওয়া যায়? বাঁধা জীবনের বাইরে সুদূরের ডাক যে শুনেছে কেই বা তাকে বেঁধে রাখতে পেরেছে, এগিয়ে চলা শুধু, অজানার দিকে এগিয়ে চলা। পথই জুটিয়ে দেয় মনের মানুষ, কখনও কেড়েও নেয়, দিনের শেষে বহুজনেরই ভিড়ে পথই একলা করে দেয় ধুলোয় মাখা পথিককে...
তিন
রঙচঙে রাঙতামোড়া মেকি দুনিয়ার বাইরে হলদেরঙা জ্যোৎস্না ভরা কোলাহলহীন হাস্নুহানার গন্ধমাখা এক অদ্ভুত পথ। নিজের অস্তিত্ব ছাড়া দ্বিতীয় কোন প্রাণকণা নেই, অথচ কি প্রবল প্রাণের অস্তিত্ব। আনন্দ কোথায়? প্রশান্তিই কি সর্বোচ্চ? মনের দুনিয়ায় কি আটকে যাব আমি? প্রাণের অস্তিত্বের বাইরে মরণের বেড়া না ভাঙলে কি আর তাঁকে ছোঁয়া যায়! সে যে জীবন মরণের সীমানার বাইরে আলোর রাজ্যের মালিক। একলা পথিকের জীবনভর হেঁটে চলা.....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন