সোমা ঘোষ

 




 বসন্ত স্বভাব


কজন আর চোখের উপর চোখ ছুঁয়েছে বলো— হাসি এলানো জল রেখার হলুদ ফোঁটায় ফোঁটায় বাসি চুল ভিজিয়ে নিই। স্বভাবে গাছ। বসন্ত স্বভাব। ভিন্ন হবার সাধ উগড়ে মাটি কোপাই। দুর্লভ চাঁদ ঘুম ছেড়ে মৃদু জলে দোল খায়। শৃঙ্খলতার উপসংহারে মৃত্যু কেন্দ্রিক বসন্ত খোঁজে গা ভাসাতে দোষহীন ঝর্ণা স্নানে তোমার ভাঁজহীন পাথুরে পলাশ আধ শোয়া হাসি ছাড়িয়ে সুগন্ধি হই...ক্রমেই...









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য