এলা বসু

 




 ফাটল


মাঝরাত ঝুঁকে পড়ে বুকের ভিতর ।
ছাতা নিয়ে বেরিয়েছিলে আজ?

প্রিয়, ফোনালাপ সেরে
কাশিতে ফিরে গেলে বুঝি
সিগারেট খাচ্ছে তোমায় রোজ l
আর কি আমার বারণ করা সাজে?

তরঙ্গ নেই কোনো,
নেই উন্মাদের প্রলাপ l
নেই ছেড়ে আসার গ্লানি...
ছিল সবটুকু পূর্ব নির্ধারিত,
এখন এটুকুই শুধু মানি l

ফিরে যেতে পা বাড়িয়েছি যেই,
পুরোনো ব্যালকনি হাত টেনে ধরে !
দেখি ঝুঁকে পড়া এক মানুষ চলেছে...
কিছু চুলে পাক, শার্টের রং যেন কি !
খুঁজে পেতে পেতে হাওয়ায় হারিয়ে গেলে, 
ঘাটশিলার নীল রুমালের মতন সেই l

ভোর রাতে লাল নীল সবুজ ছাতা টানে খুব,
টেনে ধরে সবুজ আঙুলে আঁকা
অমোঘ বৃষ্টিপাত...
ক্রমশ নিঃসাড়ে, অনন্ত কালো ছাতা নেমে আসে 
তোমার আঙ্গুল ছুঁয়ে, চুপিচুপি বুকের মাঝখানে




মন্তব্যসমূহ

  1. কোন মন্তব্য করার যোগ্যতা নেই। শুধু বলতে পারি আরো ক্ষুরধার হোক লেখনী।

    উত্তরমুছুন
  2. অনেক ধন্যবাদ ❤️❤️🙏🙏

    উত্তরমুছুন
  3. অভিজ্ঞতা শিখিয়েছে যে কোনও মাধ্যমের সফল শিল্পকর্মে পরিচ্ছন্নতা ভীষণ জরুরি একটি শর্ত। এই লেখায় তা পেলাম। দেবাশিস ঘোষ।

    উত্তরমুছুন
  4. অনিন্দ্য সুন্দর অনুভবের অনবদ্য সৃজন। একরাশ মুগ্ধতা রেখে গেলাম 🌹

    উত্তরমুছুন
  5. অনুভব চমৎকার।

    উত্তরমুছুন
  6. খুব ভালো লাগলো। স্বকীয়তায় ভরপুর। - অমিত চক্রবর্তী

    উত্তরমুছুন
  7. ভালো লাগলো।
    - রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য