নিলয় নন্দী
লগ ইন ~
ভুলে গেছি অক্ষর, সংখ্যা বা সাংকেতিক চিহ্ন
ভুলে গেছি খামের রং, তরুণীর বুক, মৌসুমী বায়ু
ভুলের উল্টোদিকে রেস্তোরাঁ, বদলে যাওয়া তারিখ
স্যামসাং নোটসে এখন মাসকাবারি
পাসওয়ার্ড লিখতে ভুলে যাই
তাই, আবার গুছিয়ে বসি
অক্ষর কুড়োই, জন্মদিন, বিজন আঁধার
হ্যাশ কুড়োই, ড্যাশ কুড়োই, অ্যাট দ্য রেট
সংখ্যা বা সাংকেতিক, পারমুটেশন কম্বিনেশন
চিচিং ফাঁক...
সবাই এখানে দিনেদুপুরে
প্রোফাইল ছবি ঝাড়পোঁছ করছে,
ধুলো জমতে জমতে ঢেকে যাচ্ছে সত্যিকারের মুখ
কুয়াশায় হারিয়ে যায় পাহাড়ি গ্রাম কাঠের বারান্দা
ঘুণপোকার ডাক, ক্লান্ত চটিজোড়া...
আমি নিশ্চিন্তে অ্যালবাম উল্টোই
'রাইট সামথিং হিয়ার...'
যে কথা লিখিনি চিঠিতে, লিখতে বসি।
লগ আউট ~
এই যে এতক্ষণ তোমার বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছি
টবের প্যানজি কারনেশন, কার্ণিশে জবাকুসুম গন্ধ
মম চিত্তে রিল, দড়িতে সূর্যমুখী ফোটা কামিজ
এ সবই, তুমি ছিলে না বলেই
জুকেরবার্গ আমার হাতে তুলে দিলেন ঘরের চাবি
আমি সিঁড়ি বেয়ে উঠে এলাম, বা নেমে যাচ্ছি
চতুর্দিকে তোমার মুখ ভাসছে ঘুরেফিরে
আপলোডস বা ট্যাগড...
ঘরের আলো জ্বেলে দিচ্ছি একের পর এক
দেয়ালের গায়ে বৃষ্টিস্তোত্র, মেঘমল্লার বন্দিশ
দূরে কোথাও গেছ, তোমার পাড়ায় মেঘ করেছে
আমি গলিময় টাঙিয়ে রেখেছি বসন্তের হলুদ ছাতা
আসবে? আসবে না? দ্বিধা দ্বন্দ্ব পেরিয়ে
উড়ে যাচ্ছে জলীয় বাষ্প, ফেসবুক লাইভ
সম্মোহন আর গুপ্তবিদ্যা পেরিয়ে সাইক্লোন বার্তা
পাসওয়ার্ড ভুলবো কি ভুলবো না এসব অবান্তর
চিচিং বন্ধ...
দরজা বন্ধ করে আমি ডাকপিয়নের ইউনিফর্ম পরি
খুব ভালো লাগলো। লগ আউট বেশি ভালো লাগলো। # বর্ণালী।
উত্তরমুছুনভালো লাগায় জড়িয়ে যাই আপনার কবিতা পড়তে পড়তে। টান অথবা সম্মোহন ভেঙে বুকের ভিতর লুকিয়ে রাখা প্রেমের প্রতি অনুচ্চার অভিসার রাইবেশ এঁকে দেয় পাঠকের চোখে। ভীষণ ভালো লাগা জানিয়ে গেলাম।
উত্তরমুছুনখুব ভালো লাগল
উত্তরমুছুনপৃথা চট্টোপাধ্যায়
"লগ আউট" মনে ছাপ রেখে গেলো। আমিও এখন দরজা বন্ধ করে আবার পাঠকের ইউনিফর্ম পরি। আরো কয়েকবার পড়তে হবে এই কবিতাটা। - অমিত চক্রবর্তী
উত্তরমুছুনদুটি কবিতাই ভালো। আপনার আঙুলের স্পষ্ট দাগ।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
আপনার কবিতার নিজস্ব ঘরানা আছে। সবথেকে মুগ্ধ করে সমসাময়িক বহুল ব্যবহৃত শব্দের সুনিপুণ ব্যবহার। কলম চলুক। আমাদের প্রাপ্তির পরিমাণ বেড়ে চলুক।
উত্তরমুছুননিরূদ্ধ এক ভাল লাগা
উত্তরমুছুনকুয়াশা, ভুল ভেঙে উঠে একরাশ ফুলের গন্ধ আর পাহাড়ের পুরানো বাড়ির সোঁদা চাড়িয়ে গেলো বুকের ভেতর! অক্ষয় হোক অক্ষর যাপন! খুব খুব ভালো লাগলো!!
উত্তরমুছুনসুস্মিতা গোস্বামী সরকার।
Duto kòbitaì khub bhaĺo ĺaglo
উত্তরমুছুনদারুণ লেখা দুটোই ❤️❤️
উত্তরমুছুন