অর্ণব মুখোপাধ্যায়
মাটি
এ ঘর আমার না,
এ ঘর থাকবে না জানি
অল্প সময়ের পথ,
কয়েক ঘন্টা পরেই পৌঁছে যাব মাটির স্টেশন।
মাত্র কয়েক ঘন্টা, তবু —
ট্রেনের সরু বিছানা পরিপাটি গুছিয়ে নিয়েছি,
চাদর পেতেছি টানটান,
মাথার তলায় দিয়েছি বাতাস বালিশ
ঝাড়ুদার ছেলেটিকে দিয়েছি দুটো টাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন