বর্ণময় বাড়ৈ

 




 প্রস্থান  


পাঠকহীন কবিতার শোক বড় হচ্ছে,
সে বেদনার অভিপ্রায় বুঝি না,
এ শহর‌ও এড়িয়ে গেছে দায়–

এটুকু আক্ষেপ নিয়ে গুহাবাসী হচ্ছি
পাঠপ্রতিক্রিয়ায় অনাগ্রহী হলে তুমিও হেঁটে এসো এই পথে–

কাঁটার উপর শুয়ে থেকে কিছু মানুষ অমরত্ব লাভ করছে। 
অতুলনীয় তাদের ভীষ্মজ্ঞান
তাদের পাশে ঘুমিয়ে পড়লে এ দেহ পোস্টমর্টেম চাইবে না কোনোদিন

অবশেষে খাদের দিকেই গড়িয়ে যাবে জল
সে জলের জন্য অপেক্ষা করা পাপ..




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য