বাবলু সরকার
নীড়
১.
আমার ভেতরে যে গাছটি ছিলো
গাছের হৃদয় ছিলো সেই হৃদয়ের
কতটুকুই বা চাওয়ার ছিলো
তাও ফুরাতে ফুরাতে একদিন
নিজের ভেতরেই আমি ফুরিয়ে যাই
অবশেষে ডুবে যাওয়ার মতো ডুবতে ডুবতে
গলি আর লুপ্ত হয়ে যাই
ক্রমাগত নিজের ভেতরে
২.
বলো তুমি কী আজো বৃষ্টি ভেজো
বৃষ্টি ভেঙে ভেঙে মেঘেদের মতো
ভিজতে ভিজতে ছেড়ে এসেছো নীড়
সেই নীড় সেই গাছ যে গাছেদের গায়
চোখ মুখ মাথা ও হাত যে হাতে
লেখা থাকতো সমস্ত না না না
আর না এ-র ভেতরে একটি সম্ভাবনা
কাকে ভালোবাসো তুমি
তার সাকিন ঠিকানা
খুব ভালো লাগলো 🙏🙏🙏🙏🙏🙏🙏
উত্তরমুছুনভালো লাগলো। - অমিত চক্রবর্তী
উত্তরমুছুনআর না-এর ভেতরে এক সম্ভাবনা
উত্তরমুছুনকাকে ভালোবাসো তুমি
তার সাকিন ঠিকানা
--- এরকম হলে যেন আরও ভালো হতো। একান্তই এ আমার মত। কবিতাটি চমৎকার। অনেক শুভেচ্ছা।
-- রাজদীপ ভট্টাচার্য