সম্পিতা সাহা

 


 দাগ




ভরাডুবি হোক প্রলম্বিত দাগে।

শীতবস্ত্রে ঢেকে থাকা শিথিলবিষ
উঠে আসুক পৃথক ঈশ্বর হয়ে।

মাটির মতো আচরণ শিখতে চেয়ে
যারা শেকড়ের কাছাকাছি চলে গেছে,
তারা চিনেছে ছায়ার গন্ধ।
দেহে বেড়ে উঠেছে ফুল।

গোপনকান্না... প্রলেপ...

একেকটা দিন, আমাদের অনিচ্ছুক সাম্যতাকে
আড়াল করে ফিরিয়ে নিক
নিজেদের রক্তমাংস জল।
বাঁচার সুস্পষ্ট ইঙ্গিত মানুষ চিনে নেবে
তার নিজস্ব সংলাপে।

কোনো পাখিই আর তেমন
বশবর্তী নয় উৎসর্গের জন্য।

নিয়তি ভাসিয়ে আরো একবার
পৃথিবীর সম্মোহনী স্তরে হ্রদ আঁকছে মেয়েমানুষ।








মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য