দেবার্ঘ সেন

 



 উঠোন



(১)

অরণ্যের মাথা চিরে, ঐ যে আলোর জিভ
শীতল করে দিল মুহূর্তে আমাকে।
ঘাসের ওপর টুকরো বরফ ;
এখানেই হাঁটু মুড়ে আমার ছায়া
                অবলীলায় চলে গ্যাছে গ্লাসের ভেতর।

(২)

অপাচ্য স্রোত আসে 
সাড়া দেয় শরীর
ঢোঁক গেলার শব্দে ভাঙে
                  অনলাইন রোদ্দুর।

তুমি এখন কিচ্ছুটি নও—
শুধু বেপাড়ার জিজ্ঞাসাচিহ্ন
যেমন ধুয়েছে উঠোন 
              ভোরের স্নিগ্ধ শিশির...





মন্তব্যসমূহ

  1. দুটোই ভালো লাগলো। তবে দ্বিতীয় টা অপূর্ব।

    উত্তরমুছুন
  2. দুটি কবিতাই খুব ভালো লাগলো। আরো লেখ।

    উত্তরমুছুন
  3. দু'টি খুব ভালো কবিতা

    উত্তরমুছুন
  4. খুব সুন্দর।
    পৃথা চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  5. ২ নম্বরটি অসাধারণ। - অমিত চক্রবর্তী

    উত্তরমুছুন
  6. প্রথম কবিতাটা প্রমাণ দেয় তুমি জাত কবি।কোন কথা হবে না।চরৈবেতি।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য