দেবার্ঘ সেন
উঠোন
(১)
অরণ্যের মাথা চিরে, ঐ যে আলোর জিভ
শীতল করে দিল মুহূর্তে আমাকে।
ঘাসের ওপর টুকরো বরফ ;
এখানেই হাঁটু মুড়ে আমার ছায়া
অবলীলায় চলে গ্যাছে গ্লাসের ভেতর।
(২)
অপাচ্য স্রোত আসে
সাড়া দেয় শরীর
ঢোঁক গেলার শব্দে ভাঙে
অনলাইন রোদ্দুর।
তুমি এখন কিচ্ছুটি নও—
শুধু বেপাড়ার জিজ্ঞাসাচিহ্ন
যেমন ধুয়েছে উঠোন
ভোরের স্নিগ্ধ শিশির...
দুটোই ভালো লাগলো। তবে দ্বিতীয় টা অপূর্ব।
উত্তরমুছুনদুটি কবিতাই খুব ভালো লাগলো। আরো লেখ।
উত্তরমুছুনদু'টি খুব ভালো কবিতা
উত্তরমুছুনখুব সুন্দর।
উত্তরমুছুনপৃথা চট্টোপাধ্যায়
২ নম্বরটি অসাধারণ। - অমিত চক্রবর্তী
উত্তরমুছুনপ্রথম কবিতাটা প্রমাণ দেয় তুমি জাত কবি।কোন কথা হবে না।চরৈবেতি।
উত্তরমুছুন