ইন্দ্রাণী পাল
সইকথা
কথার উপর মেঘ জমেছে আকাশ ভার করে
তাই কি তোমার মুখখানি আজ বিষাদ রঙে রাঙা!
ফেরার আগেই ফিরতে হবে মিটিয়ে সব দেনা
সাধ করে কি বলছি যে আর দগ্ধিও না
তমালতরু শাখা
না হয় তুমি পাশ দিয়ে যাও
আমার ঘরের পাশ দিয়ে যাও, তুমি বংশীধারী
একই অঙ্গে রসিক এবং রসকষহীন কেশব
কুঞ্জে কোথায় তোমাকে খুঁজব বলতে পারো? আজ
সবার মুখে তোমার প্রতিচ্ছবি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন