ইন্দ্রাণী পাল

 



 সইকথা


কথার উপর মেঘ জমেছে আকাশ ভার করে

 তাই কি তোমার মুখখানি আজ বিষাদ রঙে রাঙা!


 ফেরার আগেই ফিরতে হবে মিটিয়ে সব দেনা

 সাধ করে কি বলছি যে আর দগ্ধিও না

                                     তমালতরু শাখা


 না হয় তুমি পাশ দিয়ে যাও

আমার ঘরের পাশ দিয়ে যাও, তুমি বংশীধারী

একই অঙ্গে রসিক এবং রসকষহীন কেশব


কুঞ্জে কোথায় তোমাকে খুঁজব বলতে পারো? আজ

সবার মুখে তোমার প্রতিচ্ছবি।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য