পলাশ দাস

 


 


হেমন্তের গাছ 



এখনও একপশলা মেঘ দেখলে 
নেমে যাই মাঠে  
এখনও ঘুমের পাশে জানলা দাঁড়িয়ে থাকে 
 
বহু মাঠ একাই হেঁটে গেছি আমি 
সারা গায়ে হেমন্তের গাছ জেগে আছে 
পায়ের কাছে এখনও ঝরে যাওয়া পাতা 

এখন আর কেউ নেই 
যে ঢেলে দেবে জল   
নখ দিয়ে লিখে দেবে আদরের নাম 
আমি ফিরে যাই তবে 

মাঠে নরম রেশমের পথ এঁকে 
আমার কেউ নেই যে নখ দিয়ে এঁকে দেবে নাম 
পড়ে থাক পড়ে থাক -  বর্ষাকাল  


২ 
এভাবেই কত পথ হয়তো হেঁটে যেতাম 
কত পথ হয়তো এভাবেই 
আমাদের চলাচল মনে রাখত না এই সময় 
এই সময় আমাদের দিকে ফিরেও তাকাত না 
সত্যি মনে রাখার মতো কিছু ছিল 
কিছু ছিল তাকানোর সত্যিই 
খানিকটা ধুলোবালির মতো 
মেঘের মতো সরে সরে যাওয়া খানিকটা 
আজও একটাই গান 
মনে রেখে এগিয়ে যাই 
আর 
আমাদের যতরকম পিছুটান  
খুব নীচে খুব নীচে মাটির খুব কাছে 
তাদের আত্ম আবিষ্কার  




                                                         

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য