সোনালী ঘোষ
পাটনী
জল মেনে নিলে বৈরাগ্য আসে ।অপেক্ষা খোঁজে মৃত্যু। এই জন্ম ধুয়ে নেয় সব উপবাস তবু শূন্যতা এলে দ্বিধা জাগে মনে।পাটনী যদি ঈশ্বর ই হও চৈতন্য চাই...বৈঠা বেয়ে সুসমাচার কিছু এনো।যদিও দিলে না ধরা রেখেছ আলগোছে যে ঘ্রাণ ক্লিশে হয়ে গেছে বহুদিন। পরাজয় মেনে নিয়ে হ্লাদিনী জন্ম চায় আগুনের ওম্।
খুব ভালো লাগলো। শুভেচ্ছা।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
খুব সুন্দর লেখাটি। ভালো লাগল।
উত্তরমুছুনপৃথা চট্টোপাধ্যায়