সঞ্জিত দাস

  



যা সত্য 


চলে যাব
এতো কোন মিথ্যে নয় 
চিরসত্য খুব
এখন আরেক সত্য
গাছেদের ঝরে পড়া ফুল
আলপনা আঁকে গাছের তলায় 
ডাক দেয় প্রেমিক ভ্রমর
সাড়া নেই 
সে যায় জ্যান্ত ফুলদলে 
আসলে পেমটেম কিছু নেই 
সব শুধু খেলা
জিতে নেয় শক্তিশালী দল 
সময় দিয়েছে ডাক 
এবার ফিরবি চল ৷






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য