শ্রীময়ী দে
"বেওয়ারিশ"
মেরুদণ্ড খুবলিয়ে পারদের ওঠানামা
জ্বলে ওঠে শীতার্ত স্নায়ু।
ঘা-এ ভেজা দগদগে নীলচে ঠোঁটের কোণ
তুমিও পেয়েছো কি ক্ষুধার্ত গন্ধ চুমুর?
খিল আঁটা নিঃশ্বাসে ভারী হয় শব্দেরা-লুটোপুটি রাস্তায়।
থরে থরে জমায়েত আনকোরা পাথরের
বাসা বাঁধে বেওয়ারিশ ছত্রাক।
ধানক্ষেত বালিয়াড়ি-মুছে যাওয়া সীমান্ত
দৃষ্টিতে উল্লাস নরকের।
অস্থির চোরাবালি অবিরাম হড়কায়
মোহটানে জন্মান্ত-মৈথুন.......
খুব ভালো শ্রী।
উত্তরমুছুনঅনেকটা ভালোলাগা
মুছুনভালো লিখেছেন।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য
আন্তরিক ধন্যবাদ জানবেন।...শ্রীময়ী
উত্তরমুছুনবেশ ভালো লাগলো গো। এগিয়ে চলুক তোমার লেখা।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
উত্তরমুছুন