ঋজু রেজওয়ান
বায়ুকলে নীল
থাক দাঁড়িয়ে আবহ—
এবং কালো ও সাদা
তৈরী করে নীল;
আসমানভরা গম্ভীরমুখ ও চোখ মধ্যবর্তী স্থান
প্রেমকোজ্জ্বল বায়ুর কল!
যতই কলকলিয়ে ওঠে...
আনুপাতিক ততই নীলাভময় বিষাদে ছাওয়া!
মৌন, পানসে আকাশ।
প্রতিবিম্ব
আনুভূমিক শরীর—
ঈর্ষা নয়, খুঁজছি বিভঙ্গ সময়ের এসরাজ ব্যবধান;
ধ্যান ও বনাবনির বিশ্বে 'শের' আওরাই।
আর, মহাসুরঙ্গের ব্লাকহোলে হাঁসুলি পথের বাঁক;
আঁকছে প্রক্রিয়া, ক্রীড়ার পরিক্রমায়।
সব/টব বিবর্তন—
তন্ন, ১৩.২ বিলিয়ন দুরত্ব-উজানে বাবলস্ জ্যাম;
গেম অনুপাতে আমিও অংশীজন।
জন্মতিথি বলি আর—
মৃত্যুবীথি বলি, একটা সমান্তরাল অস্তিত্ব সংকট;
কট বিহাইন্ড নক্ষত্রের সমার্থক।
থোকথোক শূন্যতায়—
তায়বমহাবিশ্বের কোথাও কি মহাসঙ্কোচন আমি?
মিতব্যয়ী ত্রিমাত্রিক যন্ত্রণার গ্রহে।
অহোদিনরাত শূন্যে—
আনুভূমিক সময় ফেলে ভ্রাম্যমান তারকারাজির
বিন্দু— ঈশ্বর কণায় রূপান্তরিত...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন