ঋজু রেজওয়ান



বায়ুক‌লে নীল


থাক দাঁ‌ড়ি‌য়ে আবহ—

নীল শা‌ড়ির বিভঙ্গ!
সংগী‌তের ওপা‌রে র‌য়ে‌ছে চমৎকার অন্ধকার!

এবং কা‌লো ও সাদা
তৈরী ক‌রে নীল;
আসমানভরা গম্ভীরমুখ ও চোখ মধ্যবর্তী স্থান
প্রেমকোজ্জ্বল বায়ুর কল!

যতই কলক‌লি‌য়ে ও‌ঠে...
আনুপা‌তিক ততই নীলাভময় বিষাদে ছাওয়া!
মৌন, পান‌সে আকাশ।



প্রতি‌বিম্ব

আনুভূ‌মিক শরীর—
ঈর্ষা নয়, খুঁজ‌ছি বিভঙ্গ সম‌য়ের এসরাজ ব্যবধান;
ধ্যান ও বনাব‌নির বি‌শ্বে '‌শের' আওরাই।

রাইশ‌ষ্যের নিকার—
আর, মহাসুর‌ঙ্গের ব্লাক‌হো‌লে হাঁসু‌লি প‌থের বাঁক;
আঁক‌ছে প্রক্রিয়া, ক্রীড়ার প‌রিক্রমায়।

সব/টব বিবর্তন—
তন্ন, ১৩.২ বি‌লিয়ন দুর‌ত্ব-উজা‌নে বাবলস্ জ্যাম;
গেম অনুপা‌তে আমিও অংশীজন।

জন্ম‌তি‌থি ব‌লি আর—
মৃত্যুবীথি ব‌লি, একটা সমান্তরাল অ‌স্তি‌ত্ব সংকট;
কট বিহাইন্ড নক্ষত্রের সমার্থক।

থোক‌থোক শূন্যতায়—
তায়বমহা‌বি‌শ্বের কোথাও কি মহাসঙ্কোচন আমি?
মিতব্যয়ী ত্রিমা‌ত্রিক যন্ত্রণার গ্রহে।

অহোদিনরাত শূ‌ন্যে—
আনুভূ‌মিক সময় ফে‌লে ভ্রাম্যমান তারকারা‌জির
বিন্দু— ঈশ্ব‌র কণায় রূপা‌ন্ত‌রিত...

আমি— এক প্রতি‌বি‌ম্ব,
চতুর্মা‌ত্রিক বিভায় আমার তরঙ্গ লুকা‌নো যায় না।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য