দেবশ্রী দে

 




 শিরোনাম— দক্ষিণের আলো 

                     
তোমার প্রবাহ-জুড়ে
বে-খেয়ালি রঙ

বসন্তের দোতারা সন্ধ্যায়
মোহগুলি যুবতী হলো

বিরহ বিরহ সুরে ভেঙে যায়
কোকিলের সুখ

রক্তে পলাশ আঁকি
গৃহবন্দি ট্যাটুর মতোই

আমাকে পেরিয়ে যাও নিরাকার আলো
চোখের বারান্দায় দক্ষিণ খোলা পড়ে আছে



                                             

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য