বর্ণালী মুখোপাধ্যায়

  



ম‍্যাজিক


যাদুদণ্ড এক হাত থেকে অন‍্য হাতে নিয়ে চালবাজি করে ম‍্যাজিসিয়ন বলেছিল, ঢুকে পড়ো বাক্সে।এফোঁড় ও ফোঁড় হতে গিয়েও বুঝবে না ব‍্যথাদের। বাক্সের দেওয়াল হবে জানলা, একদিকে হবিবগঞ্জের মাঠ দেখবে,আর অন‍্যদিকে ভানুমতীর উঠোন।
ভরা হলঘরে,  হাড়হাভাতে ,লোভীদের তুড়ি মেরে বাক্সে ঢুকলাম, যাদুকর তখন অমিয় জলের ফোয়ারা মেলেছে মঞ্চে।

বাক্সের চারদিকে কতো গোলাপ ফুটেছে,হবিবগঞ্জের হাট বসেছে, বিষাদের মতো বৃষ্টি এসে তোলপাড় করে দিলো প্রেমিকদের। 
আমাকে কেবল তারা আর ছুঁতেও পারে না অতল। 

আজকাল বাক্সটা আমার ভিতর, না আমি বাক্সের গহ্বরে বুঝতে পারি না !!

ম‍্যাজিসিয়ন এখন নতুন খেলা ফেঁদেছে।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য