সুস্মিতা গোস্বামী সরকার
আস্কারা
তুমি চলে গেলে, দূরতম নক্ষত্র টির কেঁপে ওঠা আলো ফুরিয়ে যায় ..
ঐ চলে যাওয়া পথ , লুঠ করে নিয়ে গেল সর্ব শেষ আলোক বিন্দু।
অতল দৈন্যের সুখ,দীনতার প্রবল হর্ষ , চুরি গেলে সব টুকু.. ,অন্ধ সূর্যমুখী!!
জরিমানা দেবে কে?
খতিয়ান.. দাগ অনিয়ম অন্ধকারে
বিপুল অন্ধত্ব হাতরিয়ে সে নিজেই
আবার,ছুঁয়ে ছুঁয়ে বাগান সদর খুলে দেবে।
ভীষণ ভালো লাগল।....শ্রীময়ী।
উত্তরমুছুনভালো লাগল দিদি
উত্তরমুছুনভালো লাগলো কবিতা।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য