রাখি সরদার
যে নির্জন মাছের চোখে
মৃদু জলের শব্দ
তীব্র অথচ বিরতিহীন
আকাঙ্ক্ষার সনেটে কেবল
মৃদু জলের শব্দ... তার ও পর
বিষণ্ণ কাদার ভিতর
অতি ফিসফিস
- আমি এসেছি...
মুহূর্তে রক্তরোমে প্লাবন
অস্থির কাদাজল কেটে
ভেসে উঠছে
একটি নির্জন চোখের মাছ
যে চোখে ঝিকমিক করছে
সোনার সূর্যের মতো
আশ্চর্য প্রেম!
আমার দিকে নিস্পলক তাকিয়ে
সেই মৎস্য চোখ
কাঁপতে থাকে কৃষ্ণ ছত্রাক,
রক্তবর্ণ সব পরগাছা,জলবুদ্বুদ
এসো,এসো হে
নিমগ্ন দৃষ্টির মাছ
উন্মুক্ত করো তোমার গোলাপি ঠোঁট
ওই ঠোঁটে ঢেলে দিই
নিরালা চুম্বনের গন্ধ
যেদিন নিজের থেকে
অপরিসীম অনাগ্রহে ফিরে যাবো
মুহূর্তের জন্য ওই হরিৎ চোখে
ফুটিয়ে তুলো গাঢ় উন্মত্ততা
আর কয়েক পঙক্তি
নীরব অশ্রুফোঁটা...
বাহ, ভালো লাগলো।
উত্তরমুছুন- রাজদীপ ভট্টাচার্য