পোস্টগুলি

মে, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সম্পাদকীয়

ছবি
                                               বসন্ত এলে গেটের সামনের ওই লেটারবক্স খুলে যায় নিজে নিজেই ৷  কেউ কি লিখেছে আজ, ' ভাল থেকো '? একটি হলুদ পালক আর কুহুডাক, বেরিয়ে আসে। হাওয়া বয়ে আনে মুদ্রাস্ফীতির হিসেব। এই জীবনের যত গোপন সংকেত আর দুরন্ত ঘূর্ণি, লিখে রাখা যাক সুকৌশলে। ডায়েরির পাতা উড়ে যায় মহুলবনী হোমস্টে। অস্থির বাতাসে তখন বসন্ত। চৈত্রের পোড়া রোদে পুরনো কবিতা শুকোতে দিয়েছে কেউ। এবার ন্যাপথালিন দিয়ে আলমারিতে তুলে রাখার পালা৷ গেটে কে যেন কড়া নাড়ছে, "বাবা তারকনাথের চরণে সেবা লাগে..." ট্রেনের হ্যান্ডেলে ঝুলছে জলের বাঁক। লক্ষ্য আর মোক্ষ যেন মিলেমিশে যাচ্ছে কোথাও। আমাদের e-ঘরে আজ বিদায়ী বসন্তের বাতি জ্বেলেছে কেউ। এই ভরা চৈত্রে টইটম্বুর অভিমানে অক্ষর শুশ্রূষা বুলিয়ে দিচ্ছে কে? আমরা কি তাকে চিনি? খোলা ছাদে আজ কবিতার মেলা, গল্পের আয়োজন। পাখিরা গান গাইছে। পলাশতলীর পড়শি আর মহুলবনীর সেরেঙ পরস্পরের হাত ধরে লোকাল ট্রেন থেকে নেমে পড়ে দূরের কৃষ্ণচূড়া প্লাটফর্মে। রোদ পড়ে, ...

কার্যকরী সমিতি

ছবি
                                                      বাতিঘর অনলাইন ব্লগজিন কার্যকরী সমিতি যুগ্ম সম্পাদক  অসিত মণ্ডল  নিলয় নন্দী সম্পাদক মন্ডলী সোমা কুশারী মৌসুমী রায় দেবাশিস ঘোষ  কোষাধ্যক্ষ  মঞ্জরী গোস্বামী  কারিগরী সহায়ক শমীক ঘোষ

পিয়াংকী

ছবি
    নির্বাচিত বক্তব্যের অংশবিশেষ       Enhance the smooch, fascinate the path The uncertain silence gone through Ooze over two nuclear    যখন তারাখসা দেখাও ,  সমকোণে তুলে ধরো এই   মাথা তোমার কাঁধে ভূমিবাহু -- আটপৌরে অজগর   অতিভূজে অজস্র পাখির ওড়াউড়ি     ছিঁড়ে যাওয়া চুলে বাড়ছে দ্রাঘিমার দাগ আমি চুপ থাকি , স্পর্শে যে শান্তি আছে সেটুকু বোঝার জন্য লুকিয়ে রাখি গোপন এ ' অনুমান     কোনো কালেই চশমা পরিনি , জ্যোৎস্নাসন্ধিতে তাই অকারণ   ডিকশন   আহিস্তা আহিস্তা চাঁদের লোভে , ডুবিয়ে রেখেছি জলসমান গোড়ালি গিঁট দিয়েছ - খুলেছ -  অরক্ষিত চুম্বনে তখন সঙ্গমরত সাপ   পার হয়ে যাচ্ছে একেকটা নৌকো নৌকাডুবির ভয়ে বালি মেখে নিচ্ছি গন্তব্যপথে ঢলে পড়া সূর্যের দিকে সাহসী আয়না ছুঁড়ে দিয়ে ...    ঘাসফড়িং নেমে আসছে কোন মহাকাল থেকে গালিবের হাভেলিতে রক্ষিত আছে যেসব বিমূর্ত ক্রিস্টাল কিংবা   পদাবলীর চিহ্ন   অ্যাকোয়ারিয়াম   অথবা ছায়া ক...

সুদীপ চক্রবর্তী

ছবি
  সত‍্যাগ্রহ                    কুসুম পরিবার থেকে ফিরে এসে আর কি করবে বৃন্তী।তুমুল ভালবাসা পার হওয়া সেও এক অনন‍্য অনুভব। তুমি তারও পরে ফিরে এলে যেন জ‍্যোৎস্না সমাহত। কী করবে প্রয়াত অসহ‍্য নিরাময় নিয়ে সারমেয় সময়ে, এই বিদেশে স্বজনহীন পরিতাপ তুমি কাকেই বা বলবে? কতরাত ঘুমহীন বৃন্তী এক স্বপ্নের স্বরলাপ দুয়ারে বাতাস  এক দাবদাহ দিনে তুমি পাহাড় গলে নেমে আসছো কতকাল ধরে কত বসতি দেখলে উজাড় হয়ে যাওয়া  যেন ফেরার টিকিট না হলেও উদ্বেগ থাকবে না  এখন খুব একটা।

উপাসনা সরকার

ছবি
  প্রভেদ   মিথ্যে ভালোবাসা আর সত্যি ভালবাসায় পার্থক্য আছে খানিক   একজনের আড়ম্বর বেশি অন্যজন রিক্ত , দীন মানুষ   দুজনেই ভাল কেবল দুজনে আলাদা আলাদা ভাবে আকাশ দ্যাখে গান গায়   দিনের শেষে সত্যি ভালোবাসাকে দেখলে মায়া হয় সে বড় সৎ সরল এবং বিশ্বাসী   গরীব হলেও ভাত বেড়ে দেয় আমায় আমি তাঁর দালানে গিয়ে কুকুরের মত বসি   তাঁকে বোঝাতে চাই আমিও প্রভুভক্ত আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে সে শান্ত করে দেয়   কুঁকড়ে শুয়ে থাকি তাঁর ভাঙা মেঝেয়   প্রগাঢ় ঘুম হয়  

ধৃতিরূপা দাস

ছবি
          ' দ ' এ দেশ , ' দ ' এ দাফন   মরতে পারছিল না দেশ। কবি ফিরলে কথা সেরে তবে , অলৌকিক চোখ খোলা , মরেছিল বেড়ালের দেহে।   কবি তো লেখেন থৈ ! থৈ থৈ কবরের সিদ্ধান্তও ! বাকি দায় রোদ নিক ? দায়ী নুন , বসুধারা চিহ্নে যোনি।     তারাই হাঁচড়ে কেঁখে তুলেছে মাটি , কী কোমল ঝরিয়েছে বীজপাখা --- একাসনে !   পাখার না উড়ে যাওয়া --- রামপ্রসাদের ঘরে ঘরে কন্যা সন্তান          

রিমলী বিশ্বাস

ছবি
  বাসন্তিকা                                                        বসন্তকাল এলেই   অবধারিত ভাবে সবটা এলোমেলো হয়ে যাবে আবীরে মাখামাখি সোনাঝুরি , ইচ্ছে করবে একটা ত্রিকোণ প্রেমের জ্যামিতি আঁকি , যার মীমাংসা হবে পরিমিতির অঙ্কে ! একটা হ্যান্ডলুমের শাড়ি পরবো তাতে কতগুলো ভাঁজ থাকবে প্রশ্নে সেসবও আসবে কোন সুগন্ধি মেখে যাব তার ইঙ্গিত দেবে দূরাগত বাতাস তারপর ,  আমি একটা মানুষের বুকের কাছে মুখ গুঁজে   মনে মনে সহস্র কবিতা লিখবো। বসন্তদিন ছাড়া যাদের কোনো মানে থাকবে না।     তোমায় ছুঁয়ে       পলাশ জানান দেয় শীত চলে গেছে   পশমিনা শাল পরিপাটি হয়ে   দেরাজে ঢুকে যায়   তালাচাবি পড়ে যায় আচমকা নেমে আসা সূর্যডোবায় , বিকেল এবার থেকে ভালোলাগা গোছের একটা বাতাস নিয়ে   রাস্তায় নেমে পড়তে ...