শীলা বিশ্বাস

 কোরালচিত্র ভাষ্য
তোমার স্বপ্নে পাওয়া শব্দগুলো ক্যালাইডোস্কোপে ফেলে দাউদাউ টগবগ রিনঝিন ছন্দে ভেঙে নিতে পারোরক্তে জ্বালিয়ে রাখো হোমের আগুনকবিতার গর্ভকেশরে ছুটিযে দাও ঘোড়ামনে কিছু শ্রাবণের ইশারা ছড়িয়ে দিওতৃষ্ণার শূন্য গেলাস হাতে সমুদ্রের সামনে দাঁড়িয়ে দেখো চির গর্বিত সমুদ্রের ক্ষত বিক্ষত কোরাল বুক যেদিন জলের ভেতর জেগে থাকা মরুভূমি অনুভব করতে শিখে যাবে সেদিন থেকে তুমিও কবি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য