পিয়াংকী মুখার্জী


বেওয়ারিশ 


নিষিদ্ধতার গন্ধমাখা ভোরকে আমি ভোগ করি, 
কিন্তু বিলাসী হয়ে উঠিনি এখনও ...

সুখের আঘাত মাখিয়ে  দিনান্তে একবার আমি দুঃখ বিলাসী হবার  জন্য নিজেকে গোছাই 
কিন্তু দুঃখরা যে বড্ড বেশি মাত্রায় অহংকারী ...

শয্যাসঙ্গিনীর দুচোখে আমি নিত্যদিন বসন্ত মাপি  , 
জিরো পাওয়ারের নাইট বাল্বেও স্পষ্ট খুঁজে পাই তার সমস্ত দৈহিক খাঁজ 

সূর্য কামড়ানো আলো-রক্ত  নির্দ্বিধায় গিলে নেয় সে তৃষ্ণার্ত পথিকের মতো ঢকঢক করে 

নিয়মমাফিক  প্রতিরাতে সে গর্ভবতী হয়  
অথচ আমি আজ পর্যন্ত কোনোদিন  তার গর্ভাশয়ের ঠিকানা তল্লাশি করিনি ...

প্রাচীন অশ্বত্থের মাটি কামড়ে পড়ে থাকে যত বেওয়ারিশ দেবতারা , 
আমি এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্ত ভিটেটুকু ফিরিয়ে দিয়ে বলতে পারিনি , "এ সিংহাসনে তোমাদের  অধিকার কেও ছিনিয়ে নিতে পারবে না কক্ষনো  "

বরং আমি অশ্বত্থের ঝরন্ত হলুদ পাতার ইতিহাস গুণে গেছি একমনে ...

হয়তোবা , আমি যুগ যুগান্তর ধরে 
প্রাপ্তির খাতা সাজাচ্ছি অকর্মণ্যতাগুলোকে কবিতা বানাবার তাগিদে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য