রবিন বণিক
মসনদ
আমরা উড়তে পারি। হাত পা বন্ধ রেখে উড়ে যেতে পারি
সমস্ত থেতো মুন্ডুর উপর দিয়ে। অবাঞ্চিত গাছের উপর দিয়ে।
মুখবন্ধ খামের উপর দিয়ে উড়ে যেতে পারি। ইদানীং খুব
তিন পায়ে হাঁটছি। ভয়ঙ্কর সব দুয়ারগুলো সামনের পা দিয়ে
লাথি মেরে মেরে খুলছি। মনে রাখবেন এই তৃতীয় পায়ে
লেগে আছে উদ্ভট ফসলের আঁচর। এই যে দেখছেন, এসব নদীর দাগ।
আমরা উড়তে পারি। মুখ দিয়ে ভবিষ্যতের গন্ধ। আমরা উড়ে উড়ে
যে কোনো মুহূর্তে ল্যান্ড করে যেতে পারি রোদে শুকোতে দেওয়া
অজগরের চামড়ায়। গত ছ'বেলা ধরে অন্ধকার মুচড়ে মুচড়ে
বের করে এনেছি নক্ষত্র। তারাও তিন পায়ে হাঁটে, আমাদের মতো।
আপনার মতো এমন দশ পাঁচটা গ্রহ অনাদিকাল পুষে রাখে।
মনে রাখবেন আমরা উড়তে উড়তে এই তিন নম্বর পা দিয়ে
ইচ্ছেমতন উল্টে পাল্টে দিই ভূমির চরিত্র। আপনি তো জানেন
মৃত্তিকা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক মসনদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন