চন্দ্রাণী বসু


গাছকৌটো লালে রাঙা হওয়া হয়নি যার...তার যে নীলের প্রতি বড় অদম্য টান আর সেই লোভেই সাতশ ত্রিশ সূর্যোদয় আগে অসময়ের ভাসানো নৌকা ঘাটে বেঁধেছিল কোনো এক বিশ্বাসে।পারানি সেই প্যালেটের নীল ছুঁয়েই...

কর গোণা হিসেবের প্রতি সূর্যাস্ত পরে প্যালেটের সে নীল রঙে মিশে যায় এখন হাজারো অজুহাত  ....প্রতি দিনের অবহেলায় জমে গেছে পুরু ধুলোর স্তর। ভেসে গেছে নদীর সাথে 'দোসর' এর সব প্রতিশব্দেরা। পরের পর আঘাতে ক্ষতের লাল রং এখন মেশে নদীর সে নীলে... প্রতিদিন ভোর হয়  প্যালেটের বেগুনি রঙা যন্ত্রণায়... তুমি আঁকো তোমার নতুন কোনো সূর্যোদয়...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য