সৌভিক বন্দ্যোপাধ্যায়

হিল-স্টেশন
প্রতিটি হিল-স্টেশনেই একটা লাভার্স -পয়েন্ট থাকে
আর, তার খুব কাছেই থাকে একটা সুইসাইড -পয়েন্ট
চারপাশে অর্কিড, জুনিপার , ধ্যানস্থ মেঘ
নীচে তাকালে চোখে পড়ে বন্য ঝর্ণার জলে
ভেসে যাচ্ছে কবেকার মুখ ...
সূর্যাস্তের ঠিক আগে যারা লাভার্স-পয়েন্টে যায়
তারা সুইসাইড-পয়েন্টেও চলে যেতে পারে
মাঝখানে হাওয়া আর পাখিদের সংসার
বার্চ গাছের ডালে বসে কেউ মাউথ-অর্গ্যান বাজায়
মনাস্টারির ঘন্টা শোনা যায় কিছুদূর থেকে
একদা যে আশ্চর্য চাঁদ উঠেছিল জানলায়
পাক খেতে খেতে এ সময় নীচে গড়িয়ে পড়ে
প্রতিটি হিল-স্টেশন, প্রতিটি ভ্রমণ এইভাবে
লাভার্স-পয়েন্ট থেকে সুইসাইড-পয়েন্ট অবধি যেতে যেতে
দুঃখিত হয়, থমকে দাঁড়ায় , কিন্তু ফিরতে পারেনা কিছুতেই ...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য