অভিজিৎ দাসকর্মকার
ফুলের শরীরে গর্ভজল শেষ
জরাজীর্ণ নহবৎ সাজ
এসো,রেখে দাও ভিতরের কান্না
দয়া করো নীল কুয়াশার অনন্ত বৈধতা
ডিঙিনৌকা বেয়ে চলো, বুকের উপর মাথুর-মাটি---
সুগন্ধ তো সারারাত বেশ্যালয়েও থাকে
নগ্ন নদীরাও সোহাগিনী হয়
ঈশ্বর আসেন,পকেটে খুচরো সময়
একটি একটি বীজ
মধুমেহ
সমাজ
রোগ
শ্লীলতাকে ব্রা-হীন করে
ফুলের শরীরে গর্ভজল শেষ হয়েছে।ঈশ্বর পিছিয়ে পড়েছে।
তবুও
পুরুষাঙ্গে ঋতুরাজ চক্রবুহ্য সাজায়
চারিয়ে চারিয়ে খায় গন্ধ
মাংস
আঙুলের নমনীয়তা
ঋণে ডুবে থাকে
বাৎসল্যের কারুশিল্প
রূপকথা আর-
বাৎসল্যস্তন
হে প্রাচীন কক্ষপথ -
দু-হাত কানে দাও
ওই স্ত্রী শরীরের ভঙ্গিমায়
আমি এখন বেশ্যা-পুরুষ হতে চাই..
জরাজীর্ণ নহবৎ সাজ
এসো,রেখে দাও ভিতরের কান্না
দয়া করো নীল কুয়াশার অনন্ত বৈধতা
ডিঙিনৌকা বেয়ে চলো, বুকের উপর মাথুর-মাটি---
সুগন্ধ তো সারারাত বেশ্যালয়েও থাকে
নগ্ন নদীরাও সোহাগিনী হয়
ঈশ্বর আসেন,পকেটে খুচরো সময়
একটি একটি বীজ
মধুমেহ
সমাজ
রোগ
শ্লীলতাকে ব্রা-হীন করে
ফুলের শরীরে গর্ভজল শেষ হয়েছে।ঈশ্বর পিছিয়ে পড়েছে।
তবুও
পুরুষাঙ্গে ঋতুরাজ চক্রবুহ্য সাজায়
চারিয়ে চারিয়ে খায় গন্ধ
মাংস
আঙুলের নমনীয়তা
ঋণে ডুবে থাকে
বাৎসল্যের কারুশিল্প
রূপকথা আর-
বাৎসল্যস্তন
হে প্রাচীন কক্ষপথ -
দু-হাত কানে দাও
ওই স্ত্রী শরীরের ভঙ্গিমায়
আমি এখন বেশ্যা-পুরুষ হতে চাই..
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন