অয়ন বন্দ্যোপাধ্যায়
নেগেটিভ-দুই
গোলাপকাঁটার শরে তোমাদের এ শহরে
নেমে আসে ছায়া-সিলিউট
সন্ধের সিরিয়ালে ঝুপসি গাছের ডালে
ফোঁপায় গন্নাকাটা ভূত
শূন্য খাদের কাছে দ্যাখো আজও হেলে আছে
বোবা জীপ যাত্রীবিহীন
ক্ষতমুখ... পাংচার... আর সেই ড্রাইভার -
যার নুলো হাতে গ্যাংগ্রিন
দুর্ঘটনা সীমায় যারা যেতে ভয় পায়
শুধু তারা কান রেখে শোনে
জমির গহীন তলে টিলা-ঝোরা-জঙ্গলে...
কথা হয় নীল টেলিফোনে
পুনরায় রাত আসে রেলবসতির পাশে
ঘুমে থাকা লেভেল ক্রসিং
অশরীরী এ শহরে ফাঁকা গলিপথে ঘোরে
মরা জীপ মৃত স্টিয়ারিং
sadharon sundor projection. chonderbokro mil opurbo _ JUBIN GHOSH
উত্তরমুছুন