মীরা মুখোপাধ্যায়
যুগলপ্রসাদ
বর্ষার কটা দিন এ কুটিরে থেকে যাও তুমি,
করঞ্জ তেলের সাথে হলুদ মিশিয়ে
ফাটা চটা হাতে পায়ে দাও
কুটিরে মকাই আছে ,আমলার আচারও
যাহোক বানিয়ে নিও
নাঢ়া বইহার থেকে বনজুঁই এনে প্রান্তর ভরে দিলে
বর্ষার শেষে সব জুঁই ফুটে উঠবে,
কুন্ডীর দুপাশে ঝাড় ঝাড় স্পাইডার লিলি
যুগলপ্রসাদ ! ঘর সংসার ফেলে বনে বনান্তরে
ফুল খুঁজে, লতা খুঁজে....
শুধু একটা ফুলে ফুলে ভরা পৃথিবী বানাবে বলে !
যুগলপ্রসাদ ! বৃষ্টিতে ভিজো না তুমি
এ কদিন এখানেই থাকো
আরণ্যককে কতটা ভালোবাসলে এমন ভাবে বলা যায়....অপূর্ব
উত্তরমুছুন