মীরা মুখোপাধ্যায়

যুগলপ্রসাদ

বর্ষার কটা দিন এ কুটিরে থেকে যাও তুমি,
করঞ্জ তেলের সাথে হলুদ মিশিয়ে
ফাটা চটা হাতে পায়ে দাও
কুটিরে মকাই আছে ,আমলার আচারও
যাহোক বানিয়ে নিও 

নাঢ়া বইহার থেকে বনজুঁই এনে প্রান্তর ভরে দিলে
বর্ষার শেষে সব জুঁই  ফুটে উঠবে,
কুন্ডীর দুপাশে  ঝাড় ঝাড় স্পাইডার লিলি
যুগলপ্রসাদ ! ঘর সংসার  ফেলে বনে বনান্তরে
ফুল খুঁজে, লতা খুঁজে....
শুধু একটা ফুলে ফুলে  ভরা পৃথিবী  বানাবে বলে !


যুগলপ্রসাদ ! বৃষ্টিতে ভিজো না তুমি
এ কদিন এখানেই থাকো 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য