সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়


গেরস্থালির ক্ষত
---------
উপসংহার মুছতে গিয়ে
জল ঘোলা করো
আসে যায় রাতের পর রাত
চাপচাপ অন্ধকার
এফোঁড়ওফোঁড় ঢোকে।
বারোয়ারি যুক্তির গায়ে
মুখ গুঁজে বসে থাকে কাঁটা।
ছল বুঝে প্রতিমা সাজাও
সেজে ওঠে কুরুক্ষেত্র
ভোল পাল্টাও
হোঁচটের ধুলোর থেকে
একটু একটু করে
চাঁদ সরে যায়
#

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য