সুপম রায় (সবুজ বাসিন্দা)
বেহিসাবি নাগরিক
ক্রুক স্ট্রিটের ফ্যাক্টরিতে জন্ম নেওয়া
রোল রয়েস ফিফ্টিন-এইচ আমার কাছে নেই ।
অত্যন্ত সামান্য জন আমি ।
মফস্সলের জীর্ণ রাস্তা চড়ে
এগিয়ে যাওয়া বেহিসাবি নাগরিক একজন ।
তবু স্বপ্নের গুটি পেলে সাজিয়ে ফেলি
আমার বসবাস, গায়ের পোশাক এবং অভ্যাসগুলো ।
যে যা মেশাবে মেশাক রক্তে ।
হোয়াইট ওয়াইনের আসর পেলে
আমিও আজকাল
রবীন্দ্রনাথের রোল রয়েসে চড়ার অধিকার দাবি করি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন