প্রত্যূষা সরকার
বৃষ্টি নামার আগে
আহামরি একটা নাম চাই, খুব শিগগির
দোটানায় ছটফট করছে ভাঙা মেঘ।
তিরতির করে সরছে হিমোগ্লোবিন
তোমার গুলমার্গ এখনও শিলমোহর গুনছে
আমি মাপছি ট্রিগার নম্বর।
বোকা মফস্বল আজ ঘুমায়নি।
ভুরুর ফাঁকে কাটা গলি, হাঁটছে পতাকা...
শেষ ফ্লাইটে ফ্রি-ফেয়ার
আমি ফিরতে পারি আগামীকাল
শুনেছি, তুমি বেঁচে আছো
একশো আটটা গোলাপ সাজিয়েছো ধ্বংসস্তূপে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন