সুতনু হালদার
খিদে
সেই পর্যটনে একের পর এক প্রশ্নচিহ্ন ছিল
ধোঁয়াটে শহর আজও দীর্ঘশ্বাসে
সেই কথা লিখে রাখে,
লতানে গাছ হতে হতেও
যারা বনস্পতির আকার নেয়
তাদের ভৌগোলিক আকৃতিতে
আর্য-অনার্য ভেদরেখা;
ক্ষুধার্ত অবচেতন
ক্যানভাস জুড়ে এঁকে রাখে-
ভোরের সমস্ত সততার
অনুপুঙ্খ মাধুকরী
ভীড় এড়াতে এড়াতে
ক্রমশ ছোটো হতে থাকে সূর্য,
বড় হয় আমাদের খিদে...
বাহ, ভালো লাগলো সুতনু দা।
উত্তরমুছুনঅনেক ভালোবাসা বন্ধু।
উত্তরমুছুন