কাবেরী রায়চৌধুরী

ইথার ভালোবাসা
সেও তো এসেছে !  এভাবেই আসে বুঝি কেউ!

অসহ্য গ্রীষ্মের মাঝে অকস্মাৎ মেঘের হানা
জলভরা মেঘ ; নিজেই নিজের মধ্যেই ছিল আনমনা
কে যেন ডেকেছিল!  কে যেন!  
হায়!  কতকিছুই ঘটে যার পূর্বাভাষ  আগে ছিলনা!

তুমিও এসেছ!  এভাবেও তবে আসা যায়!
এভাবে ও দেখা হয়!  অথচ দেখাই তো হয়নি
চেনাশোনা?  তাও না!  
অথচ বাতাসে ছড়িয়ে আছে নানাবিধ জল্পনা!  
হায়!  কত কিছুই ঘটে যার পূর্বাভাষ আগে ছিলনা!

অথচ কতজন আসে যায়!  ফেলে যায় পালক
ভালোবাসার ; আমি তো কুড়িয়েও দেখিনি
ধূলোর বাতাসে উড়ে গেছে হিসেবী পালক কুচি
হিসেব ও রাখিনি  অযথা সেইসব মিছিমিছি!

তুমি আসবে জেনে বিশ্বাস করো
তেমনভাবে এখনো কাউকেই ভালোবাসিনি!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য