তানিয়া ব্যানার্জী
অন্তমিল
আঙুর বাগানে বরফ পড়লে,
আমলকিদের সাথে খেলা করে চোরা রোদ।
নাকে চেনা গন্ধের রুমাল বেঁধে।
এ পাড়ায় যদিও হিম টেকেনা বেশিক্ষন,
কয়েক ঘন্টার তুষারপাতে হিমশিম সবুজেরা,
জানলার দরজার পর্দা সরিয়ে রাখে,
রাখে নতুন পোশাক কার্নিশে মেলে।
পথে ঘাটে রকিংচেয়ার পাতা,
তার ওপরে স্যাঁতস্যাঁতে বালিসের কাঙ্খিত সানবাথ।
এপারে যতটা আয়জন!
ওপারেও ঠিক ততটাই প্রয়জন...
এভাবেই সে এসে পড়ে...
নিয়ে একবুক নরম মিঠে আঁচ,
সূর্যমুখী খুঁজে ফেরে চিলেকোঠা কোণ
সেঁকে নিতে তার চির কাঙ্খিত হলদে অধর।
অপূর্ব
উত্তরমুছুন